চুল পড়া এখন একটি খুব বড় সমস্যা। অনেক কিছু ট্রাই করছি কিন্তু চুল পড়া কিছুতেই কমছে না। এমন অভিযোগ প্রায় সবারই। যাদের এমন অভিযোগ আছে এই ভিডিওটি তাদের জন্য। আজকে জানাবো এমন একটি হেয়ার কেয়ার কম্ব নিয়ে, যা চুল পড়া কমাবে এবং নতুন চুল গজাতে হেল্প করবে অল্প সময়। যারা এতদিন এন্টি হেয়ার ফল রেঞ্জ ইউজ করে মন মতো ফলাফল পাননি, তাদের জন্য এই আল্টিমেট হেয়ার ফল সলিউশন জেনে নিয়ে চলুন।
চুল পড়া কিছুতেই কমছে না?
আমরা জানি, ডেলি ৫০ থেকে ১০০ টা চুল পড়া স্বাভাবিক। কিন্তু যখন এক্সেস হওয়ার ফল হয়, তখনই শুরু হয় দুশ্চিন্তা! বালিশের চুল, ওয়াশরুমে চুল, ফ্লোরে চুল, চিরুনিতে চুল, মানে সব জায়গাতে চুল আর চুল। সিচুয়েশন খুব বিরক্ত কর হয়। চুল পড়ার পেছনে নানা রকম কারণ দায়ী হতে পারে। যেমন :হরমোনাল ইন ব্যালেন্স, জেনেটিক্যাল, অপুষ্টির, স্ট্রেস, যত্ন না হওয়ার কারণে, ভেজা চুল আঁচড়ানো ইত্যাদি।
কিভাবে হবে এই হেয়ার ফলের সলিউশন?
আল্টিমেট হেয়ার ফল সলিউশন
তিনটি অয়েল এর কম্বিনেশন চুল পড়া কমাতে ধারণ কার্যকরী।
তিনটি হচ্ছে –
১.কোকোনাট অয়েল
২.ক্যাস্টর অয়েল
৩.রোজমেরি এসেন্সিয়াল অয়েল
এই তিনটি অয়েলের কম্বিনেশনের চুল পড়া সলিউশন হতে পারে।
কোকোনাট অয়েল
চুলের যত্নে নারিকেল তেল ব্যবহার হয়ে আসছে যুগ যুগ ধরে। ছোট থেকেই দেখে এসেছি আমাদের নানী-দাদী চুলের পরিচর্যা নারিকেল তেল ব্যবহার করতেন। নারিকেল তেলে আছে প্রয়োজনে মিনারেলস ও ফ্যাটি এসিড যা স্কেলপে নারিশমেন্ট এর কাজ করে।
ক্যাস্টর অয়েল
নতুন চুল গজাতে ও চুল পড়া কমাতে ক্যাস্টর অয়েলের ঝুড়ি নেই।ক্যাস্টর অয়েলে আছে ভিটামিন ই, ফ্রুটি অ্যাসিড, প্রোটিন যেগুলো চুলের যত্নে দারুন কার্যকর। যেহেতু ক্যাস্টর অয়েল বেশ থিক তাই অন্য অয়েল এর সাথে মিক্স করে স্কেল্পে ব্যবহার করা যায়।
রোজমেরী এসেন্সিয়াল অয়েল
সেলস কেয়ার এসেনসিয়াল অয়েল এর ব্যবহার নতুন কিছু নয়। রোজমেরী এসেনশিয়াল ওয়েলে আছে ইন্টি ফাঙ্গাল ও এন্টি ইনফ্লেমেটরি প্রোপারটিজ যা স্কেল কে ভালো রাখতে সাহায্য করে।
কিভাবে ব্যবহার করবেন
একটি ছোট বাটিতে আপনার চুলের লেদ অনুযায়ী নাকেল তেল নিন, তার সাথে কয়েক ড্রপ ক্যাস্টর অয়েল, দুই থেকে তিন ফোঁটা রোজমেরি এসেন্সিয়াল অয়েল ভালো করে মিশিয়ে স্কেল ব্যবহার করুন। ভালো করে মেসেজ করে ৩০ থেকে ৪৫ মিনিট রাখতে হবে। তারপর শ্যাম্পু দিয়ে চুল ওয়াশ করে দিন। সপ্তাহে দুইবারই প্রসেস ফলো করতে হবে। এভাবে করলে হেয়ার ফল আগের থেকে অনেকটাই কন্ট্রোলে চলে আসবে।