ফ্যাশন টিপস :
নিজের মনের মত সাজার যে আনন্দ ও অনুভূতি, তা নিজে না করলে বুঝা যায় না। পাঁচটি টিপসের মাধ্যমে কি কি করতে পারেন, তা এখানে দেওয়া রইল।
ঘর থেকে বের হওয়ার সময় মাঝে মাঝেই মনে হয় আপনার মনের মত কোন পোশাক নেই। প্রতিবার একই পোশাক পড়তে পড়তে একঘেয়ে হয়ে গিয়েছেন? নতুন কিছু আমাদের থেকে আলাদা দেখাতে গেলে, একগাদা টাকা খরচ করে, তারপর শপিং মলের সময় নষ্ট করার মত অনেকেরই সময় নেই। নতুন ড্রেসে নিজেকে অনন্যা দেখাতে ব্যর্থ হলে মন আরো খারাপ হয়ে যায়। তাই বলে প্রতিটি ফ্যাশন ট্রেন্ডের সঙ্গে আপনার স্টাইল পরিবর্তন করার কথা হচ্ছে না। নিজের মনের মত সাজার যে আনন্দ ও অনুভূতি, তা নিজে না করলে বুঝা যায় না। যদি ধাপের মাধ্যমে কি কি করতে পারেন তার খানিক ঝলক এখান দেওয়া রইল।
শরীরের ধরন ও রং
একটি ফ্যাশন স্টাইল যদি বদলাতেই চান, তাহলে প্রথমে নিজের শরীরের ধরন জানুন।শরীরে গঠন ও ধরন জানলে নিজের স্টাইলের প্যাটান তৈরি করতে সাহায্য হবে। আপনি যে ধরনের পোশাক বেছে নেবেন সেগুলো শরীরের খুদগুলি আড়াল করতে কতটা সাহায্য করছে, কিভাবে পোশাকের রংআপনাকে আরো উজ্জ্বল করে তুলছে, তা লক্ষ করুন। মনের মত ও ট্রেন্ডি হবে কিনা তাও দেখে নিতে পারেন।
ব্যক্তিত্ব
অন্যের থেকে আলাদা দেখাতে শুধু পোশাকে নয়, নিজের ব্যক্তিত্ব ও রুচি অনেকটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই নিজেকে বদলাতে গেলে ব্যক্তিত্ব সম্পর্কেও সচেতন থাকা দরকার। আপনি কিভাবে নিজেকে সকালের সামনে উপস্থাপন করতে চান তার গুরুত্বপূর্ণ। এই সুযোগে, নিজের জীবন ধারা কেমন তাও চিন্তা করুন। প্রতিদিন নিজের স্টাইল ও ব্যক্তিত্ব অনুযায়ী পোশাক বেছে নিন।
ইন্সপিরেশন
অন্যের থেকে আলাদা দেখাতে নিজেকে নিজের মতো করে ফ্যাশনকে ভালোবাসুন। কারণ ফ্যাশনের সঙ্গে নিজের আত্মাও জড়িয়ে রয়েছে। তাই কোন কিছু অন্যরকম সাজাতে গেলে সাহসের প্রয়োজন হয়। বিভিন্ন দেশের সব দেখে নিজের স্টাইল সম্পর্কে পরীক্ষা করে নিতে পারেন। শরীরের গঠন ফ্যাশনের সেন্স নিয়ে অন্যরকম করতে গেলে একটা ধাপ এগিয়ে যাচাই করুন। বিভিন্ন চেহারার জন্য ফ্যাশনে ধারা আলাদা। নিজের পোশাক কেমন ভাবে তা আপনার কাছে পরিষ্কার থাকা উচিৎ।
গুনেমানের সঙ্গে আপস নয়
যেমন খুশি সাজো আর সেই মতো হরেক পোশাক থাকবেই।নিজেকে যখন অন্যদের চোখে আলাদা দেখাতে চান তাহলে প্রথম থেকেই সেই ফ্যাশন স্টাইলটাই বজায় রাখুন।ভালো মানের পোশাক ডিজাইন ও স্টাইল যেন বজায় থাকে সেদিকে খেয়াল রাখা দরকার। ক্লাসিক থাকবে তেমনি চামড়ার জ্যাকেট বিনিময়ের শর্ট প্রেস ট্রেডিশনাল শাড়ি ও সঙ্গে রেখে দিন