কথায় আছে কুড়িতে বুড়ি! তবে এটাও কিন্তু সত্যি, ছেলে কিংবা মেয়ে কেউই কুড়িতে বুড়ি হতে চায় না।বয়সকে আটকে রাখার জন্য সবার কত না চেষ্টা। বিভিন্ন কারণে অল্প বয়সে অনেকের স্কিনে বয়সের ছাপ পড়ে যায়। সেই ছাপ দূর করতে ব্যবহার করা হয় নানা ধরনের প্রোডাক্ট। এতে হিতে বিপরীত হয়। বয়সের ছাপ তো দূরই হয়না বড়ং স্ক্রিনের ক্ষতি হয়। আজকে জানবো বয়সের চাপ কেন পরে ও তার প্রতিকার। আর জানবো অ্যান্টি এজিং ইনগ্রেডিয়েন্টস কোনগুলো।
অসময়ে এজিং এর কারণ :
সময়ের আগেই এজিং এর বেশ কয়েকটি কারণ রয়েছে।তার মধ্যে উল্লেখযোগ্য কারণগুলো হল :
সূর্যের ক্ষতিকর রশ্নি
অতিরিক্ত ডায়েট
অ্যালকোহল
ধূমপান
স্ট্রেস
অ্যান্টি এজিং ইনগ্রেডিয়েন্টস কোনগুলো?
১.ভিটামিন সি
ত্বকের জন্য প্রয়োজনীয় একটি উপাদান হলো ভিটামিন সি। কমলা, মালটা, স্ট্রবেরি ইত্যাদি ফলে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে। এই ফলগুলো প্রতিদিন এর খাদ্য তালিকায় যুক্ত করুন। এজিং রোধে ভিটামিন সি সিরামো ব্যবহার করতে পারেন।ভিটামিন সি ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধির সাথে সাথে ত্বকের বলিরেখা দূর করে।
২.নিয়াসিনামাইড
ত্বকের নমনীয়তা ও ময়েশ্চার ধরে রাখতে এই এন্টি অক্সিডেন্ট বেশ কার্যকর। নিয়াসিনামাইড তোদের বিভিন্ন কালো দাগ, রেডনেস দূর করে ত্বককে ব্রাইট করে।বাজারের বিভিন্ন স্কিন কেয়ার প্রোডাক্টে নিয়াসিনামাইড উপাদানটি থাকতে পারে।তাছাড়া বেশ কিছু ফাউন্ডেশনে নিয়াসিনামাইড উপাদান রয়েছে।
৩. রেডিনল
ত্বকের রিংকেল, finelines দূর করতে রেটিনল একটি গুরুত্বপূর্ণ উপাদান রাখে। এটি ত্বকের বিভিন্ন কালো দাগ দূর করতে বেশ কার্যকার। আপনার ত্বকের ধরন অনুযায়ী বেছে নিন যেকোনো একটি সিরাম।স্কিন কেয়ার সিয়াম থাকলে কিন্তু দিনের বেলা অবশ্যই সানস্ক্রিম ব্যবহার করতে হবে।
৪.কোলাজেন
স্কিন কেয়ারের অধিকাংশ প্রোডাক্ট এর কোলাজের উপাদানটি বিদ্যমান থাকে। কোলাজেন স্কিনের ফাইন লাইনস,রিংকেলস দূর করে। কোলাজেন আসলে প্রাকৃতিক প্রোটিন, যা মানুষের শরীরেই তৈরি হয়। আর অঙ্গ পতঙ্গের সুস্থতায় ভূমিকা রাখে। এটি স্কিনকে সতেজ ও প্রাণবন্ত রাখে। বয়সের চাপ পড়তে দেয় না।
৫.হায়ালুরোনিক অ্যাসিড
স্কিনের রিংকেলস দূর করতে হায়ালুরোনিক এসিড অন্যতম। ত্বকের রিংকেল দূর করতে হায়ালুরোনিক যুক্ত সিরাম অথবা ময়শ্চারাইজার ব্যবহার করা উচিত। এটি ত্বক নরম ও কোমল করতে সাহায্য করে।
৬.গ্রিন টি
গ্রিন টি এর অনেক বেনিফিটস রয়েছে।গ্রিন টিয়ে রয়েছে এন্টি অক্সিডেন্ট। যা ত্বকের বলিরেখা দূর করার পাশাপাশি ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে।