স্কিন কেয়ার করার সঠিক ধাপ

অনেক সময় শোনা যায়  হাজার টাকার প্রোডাক্ট কিনে সেগুলো ইউজ করার পর অনেক সময় দেখা যাচ্ছে আপনার স্কিন কেয়ার হচ্ছে না। এর পেছনে  অনেক কারণেই থাকতে পারে এর মধ্যে অন্যতম একটি কারণ হচ্ছে, স্কিন কেয়ার প্রোডাক্ট এর লেয়ারিক সঠিকভাবে না করা।

প্রোডাক্ট লেয়ারিং বলতে কি বুঝায়? 

স্কিন কেয়ার এর জন্য আমরা ক্রিম,সিরাম,টোনার ইত্যাদি  তো ব্যবহার করেই থাকি। এক এক প্রোডাক্ট এর কাজ একেকরকম হয়। তাই ধাপে ধাপে প্রডাক্টগুলো ইউজ ইউজ করতে হয়। তার আগে জানতে হবে কোন প্রোডাক্টটি আগে এবং কোন প্রোডাক্টটি পড়ে এপ্লাই করতে হবে।তাহলে চলুন জেনে নেই কিভাবে স্ক্রিন  কেয়ারের প্রোডাক্ট লেয়ারিং করবেন!

ত্বকে  স্কিন কেয়ার করার সঠিক ধাপ 

১.ফেসওয়াশ 

স্কিন কেয়ারের  ধাপ হচ্ছে ক্লিনজিং। ক্লিনজিং এর মাধ্যমে আমরা স্ক্রিনে জমে থাকা ময়না,  ডার্ট, অয়েল মেকআপ যদি দূর করি। ময়লা জমে থাকা স্কিনে কেয়ার করে তো কোন লাভ হবে না বরং ক্ষতি হবে। তাই ত্বকের ধরন অনুযায়ী একটা ক্লিনজারের মাধ্যমে স্কিনটা ভালো করে ক্লিন করে নেওয়া জরুরি। এরপর চাইলে এক্সপোলিয়েটর ইউজ করতে পারেন। তবে এটা প্রতিদিন ইউজ করতে হয় না। সপ্তাহে দুই থেকে তিনবার ইউজ করলেই হয়।

.টোনার

স্কিন ক্লিন করে নেওয়ার পরে টোনার ব্যবহার করা হয়। অনেকেই ব্যবহার করে না।কিন্তু টোনার স্কিন কেয়ার এর জন্য খুব গুরুত্বপূর্ণ। স্কিনের এক্ট্রা ময়লা মেকআপ দূর করতে সাহায্য করে, টোনার আমাদের পোর গুলোকে টাইট করে এবং স্কিনের পি এইচ ব্যালেন্স রাখে। একটা কটন পেটে টোনার নিয়ে পুরো মুখটা মুছে নিবেন।

৩.সিরাম

টোনারের পরে ব্যবহার করা হয় সিরাম। সিয়াম খুব  লাইট ওয়েট হয় এবং এর মলিকিউলাস গুলো অনেক ছোট থাকার ফলে স্কিনের গভীরে চলে যেতে পারে। সিরাম স্কিনের বিভিন্ন টিস্যু যেমন একনে, রিংকেল,ড্রাই স্কিন ইত্যাদির কারণে ব্যবহার করা হয়।

৪.আই ক্রিম

২০ বছরের পর থেকে ঘুমানোর আগে আই ক্রিম লাগানো খুব দরকার। খুব আলি এজে চোখের এরিয়ার স্কিনে ফান লাইন পড়া এবং কোলাজেল সে প্রবণতা এটা অধিকাংশই কমিয়ে দেয়।এছাড়া আই ক্রিম আমাদের আন্ডার আইকে ব্রাইট করে, চোখের ফোলাভাব দূর করে এবং আই এরিয়াকে হাইড্রেশন দেয়। এই যে সিরাম এপলাই করার পর এখন সময় হচ্ছে আই ক্রিম ব্যবহার করার। আই ক্রিম সব সময় রিং ফিঙ্গার দিয়ে ব্যবহার করতে হবে।কারন আমাদের রিং ফিঙ্গার অন্য সব আঙ্গুল থেকে একটু উইক হয়। যার ফলে আই এরিয়াতে প্রেসার কম পড়ে। আই এরিয়াতে  কখনো প্রেসারে দিয়ে ম্যাসাজ করা যাবে না।

৫.ময়েশ্চারাইজার 

আমাদের চেহারার আসল গ্লো ফুটে  ওঠে তখনই যখন  স্ক্রিন হাইড্রেটেড  মশ্চারাইজ থাকে। স্কিনের জন্য খুবই দরকার মশ্চারাইজার। স্কিন কেয়ার এর অন্য সব প্রডাক্ট স্কিপ করলেও  মশ্চারাইজার মাস্ট। মশ্চারাইজার আপনার স্কিনকে নারিশ, হাইড্রেট  আর সফট রাখে।তাই নিজের স্কিন অনুযায়ী  সঠিক মশ্চারাইজার  বেছে নেওয়া  খুব দরকার।

.সান স্ক্রিম

তোকে স্কিন কেয়ার প্রোডাক্ট লেয়ারিং লুচ্চা আমরা সবার থেকে এর শেষ ধাপ হলো সানস্ক্রিম। দিনের বেলার জন্য সানস্ক্রিম মাস্ট।  কারণ সানস্ক্রিম আপনার স্কিনকে সূর্যের UVB এবংUVA রশ্নির  ড্যামেজ থেকে রক্ষা করে । যার ফলে আমাদের স্ক্রিন ক্ষতিগ্রস্ত হওয়া থেকে রক্ষা পায়। তাই সব সময় এটা লাস্টে ব্যবহার করাই ভালো।

স্কিন কেয়ারের জন্য এই ধাপগুলো দিনে এবং রাতে করতে হবে এমনটা নয়। যেমন সানস্ক্রিমরাতে ব্যবহার করার কোন দরকার নেই। আবার দিনের বেলায় আই ক্রি ব্যবহার করার কোন দরকার নেই। একটা প্রোডাক্ট কিনে ব্যবহার করার পর দুই মিনিট সময় নেওয়ার পর আরেকটা এপ্লাই করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *